কাতার ২০২২ ফিফা বিশ্বকাপের স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষ’ণ শুরু হয়েছে। স্বেচ্ছাসেবক কেন্দ্রে ব্য’ক্তিগতভাবে উপস্থিত হয়ে এবং অনলা’ইনে মোট ২০ হাজার স্বেচ্ছাসেবক ৩৫০ টিরও বেশি প্রশিক্ষণ সেশনে অংশ নেবেন।
কাতার ২০২২ ফিফা বিশ্বকাপের স্বে’চ্ছাসেবক হতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৬০ হাজার মানুষের সা’ক্ষাতকার নেওয়া হয়েছিলো।
এই ৬০ হাজার মানুষের মধ্য থেকে সা’ক্ষাতকার শেষে ২০ হাজার স্বেচ্ছাসেবক বাছাই করা হয়। বাছাই করা স্বেচ্ছাসেবকরা ২০২২ বিশ্বকাপের সুষ্ঠ আয়োজন নি’শ্চিত করতে স্টেডিয়ামের ভেতরে ও বাইরে কাজ করবেন।
সুপ্রিম কমিটির স্বে’চ্ছাসেবী বিভাগের পরিচালক নাসের আল মুগাইসিব কাতারের স্থানীয় সংবাদমাধ্যম আল শারককে দেওয়া এক সা’ক্ষাতকারে এ কথা বলেন।
আল মুগাইসিব আরও বলেন, আমরা বিশ্বের ১৮০ টিরও বেশি দেশ থেকে স্বে’চ্ছাসেবকের জন্য আবেদন পেয়েছি। তবে আবেদনকারীর বেশিরভাগই এশিয়ান ও আফ্রিকান দেশগুলোর মানুষ।
এশিয়ান ও আফ্রিকান দেশগুলো থেকে আবেদনের সংখ্যা মোট আবে’দনের ৪০ শতাংশ ছা’ড়িয়ে গেছে।