কাতার ২০২২ ফিফা বিশ্বকাপের আয়োজকরা একজন সৌভাগ্যবানের জন্য এক সুবর্ণ সুযোগের ঘোষণা দিয়েছে। ঘোষণা অনুযায়ী কাতার ২০২২ ফিফা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ ফ্রি-তে দেখার সুযোগ পাচ্ছেন একজন সৌ’ভাগ্যবান।
কাতার বিশ্বকাপের আয়োজকরা জানিয়েছেন, বিশেষ একটি প্রতিযোগিতার মাধ্যমে ফুটবলপ্রে’মী একটি ছোট গ্রুপ বেছে নেওয়া হবে। এই গ্রুপের মধ্যে থেকে প্রতিযোগিতায় বি’জয়ী যে কোনো একজনকে ফ্রি-তে বিশ্বকাপের ৬৪টি ম্যাচে দেখার দুর্দা’ন্ত সুযোগ দিবে সুপ্রিম কমিটি।
প্রতিযো’গিতাটির নাম হলো এভরি বিউটিফুল গেম। এটি সুপ্রিম কমিটি ২১ সেপ্টেম্বর, বুধবার থেকে চালু করেছে। সুপ্রিম কমিটির কর্মকর্তা ফাতমা আল নুয়াইমি বলেছেন, একজন সৌভাগ্যবান দর্শককে ফ্রি-তে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখতে দেওয়ার ঘো’ষণা দিতে পেরে আমরা উ’চ্ছসিত।
এটি কাতার ও আরব অঞ্চলে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ফিফা বিশ্বকাপ টুর্নামেন্ট। এছাড়াও টুর্নামেন্টটি ফিফা বিশ্বকাপের যুগা’ন্তকারী সংস্করণ হতে যাচ্ছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আবেদ’নকারীকে একটি ফর্ম পূরণ করতে হবে।
নিজের পরিচয় দিয়ে ২০ থেকে ৬০ সেকেন্ডের একটি ভি’ডিও পাঠাতে হবে। বিজয়ীকে নিম্নলিখিত নিয়ম পূরণ করতে হবে:
১) বিজয়ীর বয়স কমপক্ষে ২১ হতে হবে, ২) শারীরিক সুস্থতার প্রমাণ দিতে হবে, ৩) সোশ্যাল মিডিয়ায় দ’ক্ষতা থাকতে হবে, ৪) ক্যামেরা চালানোয় দ’ক্ষতা থাকতে হবে, ৫) ইংরেজি ভাষায় কথা বলার দক্ষ’তা থাকতে হবে।
সৌভাগ্যবান বিজয়ী যা যা পাবেন: ১) নিজ দেশ থেকে কাতার ফেরার ফ্লাইট, ২) ১৮ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত দোহায় হোটেলে থাকার ফ্রি ব্যবস্থা, ৩) প্রতিদিন ফ্রি খাবারের ব্যবস্থা।
৪) প্রতিটি ম্যাচে বিনামূ’ল্যে পরিবহন ব্যবস্থা, ৫) কাতার ২০২২ ফিফা বিশ্বকাপের প্রতিটি ম্যাচের জন্য একটি করে টিকেট। ফর্মটি পূরণ করতে এখানে ক্লিক করুন।