গতকাল সোমবার (২২ আগস্ট) কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ আল মা’ররি বাংলাদেশের রাজধানী ঢাকায় গণভবনে সৌজন্য সা’ক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। দুদিনের সফর শেষে গতরাতে ঢাকা থেকে কাতারের উদ্দেশ্যে রওয়ানা হন কাতারি শ্রমমন্ত্রী।





সেখানে প্রধানমন্ত্রীকে আসন্ন কাতার বিশ্বকাপ দেখতে যাওয়ার আ’মন্ত্রণ জানিয়েছেন কাতারের শ্রমমন্ত্রী। এই বৈঠকে জ্বা’লানি সংকট প্রাধান্য পেলেও, আলোচনা হয়েছে রোহিংগা ইস্যু, প্রবাসসহ নানা বিষয়ে। ড. মাররি কাতারের আমির ও প্রধানমন্ত্রীর প’ক্ষ থেকে শেখ হাসিনাকে জানিয়েছেন শুভেচ্ছাও।





এদিকে, প্রথমবারের মতো মরুর দেশ কাতারে বসতে যাচ্ছে ফুটবলের শ্রেষ্ঠ’ত্বের ল’ড়াই। হাতে আছে মাত্র তিন মাস। আর তাই উন্মাদনার শেষ নেই ভ’ক্তদের, বাজারে ছাড়ামাত্রই বিক্রি হয়ে যাচ্ছে বিশ্বকাপের ম্যাচগুলোর টিকিট।





সম্প্রতি ফিফা জানিয়েছে, পূর্বনির্ধারিত সময়ের চেয়ে এক দিন আগে শুরু হবে এবারের বিশ্বকাপ। আগামী ২০ নভেম্বর স্বাগতিক কাতারের বনাম লাতিন আমেরিকার দল ইকুয়েডরের লড়াই দিয়ে শুরু হবে এই আসর।