পুত্রস’ন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। ১০ আগস্ট বিকেলে রাজধানীর একটি হাসপাতালে নবজাতকের জ’ন্ম দেন তিনি। ছেলের নাম রাজ্য।
সন্তান জন্মের পর থেকেই শুভে’চ্ছায় ভাসতে থাকেন পরী। প্রায় ২ মাস হতে চলল। এরমধ্যে অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী রাজ্যকে দেখতে গিয়েছেন পরীর বাসায়।
আর প্রতিটা খবরই পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে ভ’ক্তদের জানিয়ে থাকেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়ে একটি পো’স্ট দিয়েছেন পরী।
স’ঙ্গে ছিলেন পরীর স্বামী চিত্রনায়ক রাজ ও ছেলে রাজ্য। বেশ কয়েকটি ছবি দিয়ে পরী ক্যাপশনে লিখেছেন, এই মানুষটা একটা ভালোবাসা। আমার ডে’লিভারির দিন এই মানুষটাই প্রথম ছু’টে গিয়েছিল হাসপাতালে।
ওইদিন নিজের হাতে এ’ত্তসব মজার নিরামিষ রান্না করে নিয়ে এলো। রাজ্যের জন্যে দুই হাত ভরে কত গিফ’ট! তুমি একটা মায়া কিন্তু। ভালোবাসি অপুদি। তোমার লাল শাড়ির জন্যে অনেক শুভকামনা।
প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর গো’পনে বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘো’ষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রু’ত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা।