পূজা চেরির স’ঙ্গে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা থাকলেও শাকিব খান যা’চ্ছেন না। দেশে এ’কাধিক নতুন সিনেমার ঘো’ষণা দিতে যাচ্ছেন এই সুপারস্টার। রোববার রাতে এ’কাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করে।
চলতি মাসে যুক্তরাষ্ট্রে তারকাদের নিয়ে অ্যা’ওয়ার্ড অনুষ্ঠান ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’-এ যোগ দেবেন পূজা চেরি। সেই অনুষ্ঠানে অংশ নে’ওয়ার কথা ছিল শাকিব খানেরও। আগামী ১৬ অক্টোবর নিউইয়র্কের কু’ইন্সে এটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ থেকে এই অনুষ্ঠানে আরও অং’শ নেবেন তাহসান, চঞ্চল চৌধুরী, ইমন, ফারিয়া শাহরিন, নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মেহজাবীন, তাসনিয়া ফারিণ, তানজিন তিশা ও পলাশ।
সেই অনুষ্ঠানে অং’শ নিতে পূজা চেরিসহ সবাই আগামী ১২ অক্টোবর ঢাকা ছা’ড়বেন। এদিকে আজ পূজা তার ভেরিফা’য়েড ফেসবুক পেজে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার বিষয়টি জানিয়ে একটি ছ’বি পোস্ট করেন।
তাতে দেখা যায়, পূজা ও তার মা ঝ’র্ণা রায়ের যুক্তরাষ্ট্রের ভিসাযুক্ত পাসপোর্ট। এই পোস্টে পূজা লেখেন, ‘অবশেষে আমরা এটা পেয়েছি।’ এর কিছুক্ষ’ণ পরই পোস্টটি পূজা তার ফেসবুক থেকে স’রিয়ে ফেলেন।