একসময়ে পর্দায় শিশুশি’ল্পী হিসেবে শাকিব খানের সঙ্গে কাজ করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। এরপর কেটে গেছে দী’র্ঘ সময়। এখন সেই দীঘিই প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন সিনেমায়। ইতিমধ্যেই বেশ কিছু সিনেমায় নামও লি’খিয়েছেন তিনি।
তাই এখন থেকেই ভ’ক্তদের ধারণা, খুব শীঘ্রই ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের স’ঙ্গেও জু’টি বে’ধে অভিনয় করবেন তিনি। তবে বিষয়টি নিয়ে দীঘি জানালেন ভিন্ন কথা।
দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার মনে হয় না বিষয়টা খুব ই’জি হবে। আমি একজনকে ছোটবেলায় চাচ্চু বলে ডেকেছি। বাবা বলেছি। তার সঙ্গে ই’জিলি গান গেয়ে নাচব এটা পসিবল না।
যারা করেনি ছোটবে’লায়, তাদের জন্য ইজি। বাট আমার জন্য ইজি না। আমি নিজেও মানতে পারব না, দ’র্শকরা আরও মানতে পারবে না। তবে চরিত্র ডিমা’ন্ড করলে সেটা ভেবে দেখব। কিন্তু আমি নট শিওর এবাউট ইট।’
এদিকে দীঘি এখন সাংবাদি’কতা বিষয়ে পড়াশোনা করছেন। পাশাপাশি কাজ করে যাচ্ছেন সমানতা’লে। পড়াশোনা আর শুটিং নিয়ে ব্যস্ত সময় কা’টছে তার। তাই ব্যক্তিগত জীবনে প্রেম-ভালোবাসা নিয়ে ভাবার সময় পান না।