গোলাপের পাপ’ড়ি দিয়ে সাজানো টেবিল। টেবিলে মোমবাতি জ্ব’লছে, মাঝখানে একটি কেক। টেবিলের দুপাশে মু’খোমু’খি বসে আছেন নায়িকা দীঘি ও নায়ক ইয়াস রোহান।
কেন তাদের এই উদযা’পন? জানতে চাইলে দীঘি জানান বিয়েবার্ষিকীর কেক কা’টছেন। বিষয়টি খোলা’সা করেন কোরিওগ্রাফার গৌতম সাহা। তিনি জানান প্রসাধনী প্রতিষ্ঠান ন্যাচার কে’য়ারের ফটোশু’টের জন্যই এ আয়োজন।
গতকাল ৯ অক্টোবর রাতে রাজধানীর একটি রে’স্তোরাঁয় ইয়াস-দীঘি ন্যাচার কেয়ারের বিভিন্ন প্রোডাক্টের ফ’টোশু’টে অংশ নেন। ক্যা’মেরায় ছিলেন মুস্তফা তারিক হাদী।
এ সময় উপস্থিতি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কামরুন্নাহার মজুমদার নোভা, প্রতিষ্ঠাতা ও সিইও সৈয়দ তাহমিদ। দীঘি বলেন, ‘ন্যাচার কেয়ারের বেশ কিছু প্রসাধনীর ফ’টোশু’ট করেছি।
আমি নিজেও তাদের প্রো’ডাক্ট ব্যবহার করছি। ভালো লাগছে। ইয়াসের সঙ্গে প্রথমবার ফ’টোশু’ট করলাম। আশা করছি সামনেও বেশ কিছু কাজ আমরা একসঙ্গে করবো।’