২০২২ ফুটবল বিশ্বকাপ হতে চলেছে ইতিহাসের সবচেয়ে জাঁ’কজমকপূ’র্ণ ও দা’মি ফুটবল আসর। আরবের সংস্কৃতি ও ঐতিহ্য তাঁবুর আ’দলে নির্মিত স্টেডিয়ামটিতে রয়েছে সব ধরনের আধু’নিক সুযোগ সুবিধা।
এরই মধ্যে দেশটি নিজেকে সা’জিয়েছে এক নতুন রূ’পে। যদি এমনটি হয়, তাহলে প্রথমবারের মতো ফুটবলের জমকা’লো উদ্বোধ’নী অনুষ্ঠানে দেখা যাবে বিটিএস ও লিপাকে।
২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপের বহুল প্রতীক্ষি’ত উদ্বোধনী অনুষ্ঠান নভেম্বরের ২০ তারিখ দেশটির জর শহরের আল বায়াত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে এ অনুষ্ঠানে কারা গাইবেন তা আনুষ্ঠানিকভাবে এখনো জানা যায়নি।
ফিফার আশা বিটিএস ব্যান্ডকে ম’ঞ্চে আনতে পারবে সংস্থাটি। বেশকিছু গণমাধ্যমের সূত্রমতে, আবারও বিশ্বকাপের উদ্বোধ’নী অনুষ্ঠানে দেখা যেতে পারে শাকিরাকে।
টোটাল রিপোর্টার-এর খবর অনুযায়ী, কলম্বিয়ান এ গায়িকা বিটিএস ও ডু’য়া লিপাকে নিয়ে বিশ্বকাপের পর্দা তুলবেন। যদি এমনটি হয়, তাহলে প্রথমবারের মতো ফুটবলের জমকালো উ’দ্বোধ’নী অনুষ্ঠানে দেখা যাবে বিটিএস ও লিপাকে।
এবারের বিশ্বকাপ কাতার বনাম ইকুয়েডরের ম্যা’চ দিয়ে শুরু হবে। এবারের বিশ্বকাপের সংগীত পরিবেশন করেছেন মার্কিন শিল্পী ত্রিনিদাদ কর্ডোনা, নাইজেরিয়ান শিল্পী ডাভিডো, ও কাতারি শিল্পী আইশা।