ঢাকাই সিনেমার এক সময়কার আ’লোচিত নায়িকা মুনমুন। তবে দী’র্ঘ দিন ধরে সিনেমায় অ’নিয়মিত তিনি। গত শুক্রবার মু’ক্তি পেয়েছে তার অভিনী’তি নতুন সিনেমা ‘রা’গী’। এ সিনেমার মাধ্যমে ফের আ’লোচনায় অভিনেত্রী।
এরমধ্যেই নিজের ব্য’ক্তিগত জীবন নিয়ে গণমা’ধ্যমের স’ঙ্গে কথা বলেছেন মুনমুন। তিনি বলেছেন, ‘আমার কাজের জায়গায় কাজ, সম্প’র্কের জায়গায় সম্প’র্ক। কখনো দু’টোকে এক করিনি।
যার ফলে আমি কখনোই মি’ডিয়ার কারো সঙ্গে ব্য’ক্তিগত সম্প’র্কে জ’ড়াইনি। এরকম কোনো ই’চ্ছেও নেই। দীর্ঘদিন ধরে একা আছেন জানিয়ে তিনি বলেন, ‘আমার বিয়ে বি’চ্ছেদ হয়েছে ৩ বছর পেরিয়ে গেছে।
সত্যি কথা বলতে একজনের স’ঙ্গে আমার সম্প’র্ক আছে। সবকিছু ঠিক থাকলে বিয়ে করবো। তবে আগেই বলেছি তিনি মি’ডিয়ার কেউ না। উ’ল্লেখ্য, শুক্রবার (১৪ অক্টোবর) দেশজুড়ে মু’ক্তি পেয়েছে ‘রা’গী’।
মোট ২৮টি প্রে’ক্ষাগৃহে চলছে সিনেমাটি। এটি নির্মাণ করেছেন মিজানুর রহমান মিজান। সামাজিক অ্যা’কশন নির্ভর সিনেমাটিতে প্রধান চরি’ত্রে অভিনয় করেছেন আবির। তার বিপ’রীতে আছেন আঁচল আঁখি ও মৌমিতা মৌ।
এছাড়াও আছেন শতা’ব্দী ওয়াদুদ, শাকিল আহমেদ, মারুফ আকিব, খালেদা আক্তার, কাজী হায়াৎ, অন্তরা জামান, ববি, জিয়া তালুকদার, সনি প্রমুখ। এটি প্রযো’জনা করেছেন জাকেরা খাতুন জয়া। পরিবেশনায় জাজ মাল্টিমিডিয়া।