কাতারে ফিফা ফুটবল বিশ্বকাপ উপল’ক্ষে ফিফার উদ্যোগে লুসাইল স্টেডিয়ামে আসছেন ব’লিউড তারকারা। তবে এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন শুধুমাত্র হায়াকার্ড ধারীরা।
আগামী ৪ নভেম্বর বলিউ’ড মিউজিক ফেস্টিভ্যালে আসছেন রাহাত ফাতেহ আলি খান, সুনিধি চৌহান, সেলিম সুলয়ামানসহ অনেকে। এই অনুষ্ঠানে যোগ দিতে অন্যান্য ইভে’ন্টের জন্য দেওয়া হায়া কার্ড গ্রহণ করা হবে না।
এদিন বিকেলে ৪ টায় গেট খোলা হবে লুসাইল স্টেডিয়ামের। আর অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭ টায়। টিকেট কেনা যাবে ফিফার ওয়েবসাইট থেকে। ২১ অক্টোবর দুপুর ১২ টা থেকে টিকেট বিক্রি শুরু হবে।
ফিফা জানিয়েছে, স্টেডিয়ামে প্রবেশ করার পরে পু’নরায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এই ইভেন্টের সমস্ত টি’কিট শুধুমাত্র কাতারের বাসিন্দাদের জন্য কেনার জন্য উপল’ব্ধ।
গতকাল থেকেই টিকেট বিক্রি শুরু হয়েছে। আসলে আগে পাবেন ভি’ত্তিতে টিকেট বরা’দ্দ করা হয়েছে। টিকিট একচে’টিয়াভাবে অনলা’ইনে বিক্রি করা হবে। স্টেডিয়াম বা অন্য কোনো স্থানে বিক্রি করা হবে না।