বিরাট কোহলির বী’রত্বে চিরপ্রতিদ্ব’ন্দ্বী পাকিস্তানকে হা’রিয়েছে ভারত। পাকিস্তানের করা ১৫৯ রান তা’ড়া করতে নেমে শেষ বলে জ’য় তুলে নেয় রোহিত বাহিনী। আর সেটা সম্ভ’ব হয় বিরাট কোহলির বীর’ত্বে।
ওয়ান ডা’উনে ব্যাট করতে নেমে তিনি শেষ পর্যন্ত ঠা’ণ্ডা মাথায় ব্যা’ট করেন। ৫৩ বলে ৬টি চার ও ৪ ছক্কায় ৮২ রানে অপরাজিত থাকেন। জিততে ১২ বলে ৩১ প্রয়োজন ভারতের: জিততে শেষ ১২ বলে ৩১ রান প্রয়োজন ভারতের।
ক্রিজে আছেন বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া। এই জুটি ইতোমধ্যে ৯৯ রান তুলেছে। কোহলি ৬১ ও হার্দিক ৩৯ রানে ব্যাট করছেন। ১৮ ওভার শেষে ভারতের সংগ্রহ ১২৯।
কোহলি-হার্দিকে ভারতের প্রতিরো’ধ: ৩১ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়া ভারতকে টা’নছেন বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া। এই জুটি ইতোমধ্যে ৪০ বলে ৫২ রান তুলে ফে’লেছে। তাতে ভারতের দলীয় সংগ্রহ ১৩ ওভার শেষে গিয়ে দাঁ’ড়িয়েছে ৪ উইকেটে ৮২। কোহলি ২৮ ও হার্দিক ২৯ রানে ব্যা’ট করছেন। জিততে ৪২ বলে ৭৭ রান প্রয়োজন ভারতের।
পাওয়ার প্লে শেষ হতে না হতেই ৪ উইকেট নেই ভারতের: পাওয়ার প্লে পার হতে না হতেই ৪ উইকেট হা’রিয়ে বসেছে ভারত। ৬.১ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩১ রান। শুরুতেই লোকেশ রাহুল ও রোহিত শর্মা ফিরেন।
এরপর ষষ্ঠ ওভারের তৃতীয় বলে রউফের দ্বিতীয় শি’কারে পরিণত হন মারকুটে ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। ১০ বলে ২ চারে ১৫ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। এরপর সপ্তম ওভারের প্রথম বলেই রান আউটে কা’টা প’ড়েন অ’ক্ষর প্যাটেল।নতুন এই ব্যাটসম্যান ৩ বল খেলে ২ রান করে বিদায় নেন। ক্রিজে আছেন কোহলি ও হার্দিক পান্ডিয়া।
শুরুতেই রাহুল-রোহিত সাজঘরে: দ্বিতীয় ওভারেই সাফল্য পান নাসিম শাহ। বোল্ট করেন লো’কেশ রাহুলকে। ১৪২ কিলোমিটার গতির বল তার প্যাড ছু’য়ে স্ট্যা’ম্প এলেমে’লো করে দেয়। এরপর চতুর্থ ওভারেই দ্বিতীয় বলেই রোহিত শর্মাকে ফেরান হারিস রউফ।
রাহুল ও রোহিত ৪ রান করে ফেরেন। ৪ ওভার শেষে ২ উইকেট হা’রিয়ে ভারতের সংগ্রহ ১৭ রান। ক্রিজে আছেন কোহলি ও সূর্যকুমার। টি-টো’য়েন্টি বিশ্বকাপের ব্লকবাস্টার ম্যাচে ভারতকে ১৬০ রানের লক্ষ্য দিলো পাকিস্তান। দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান তাড়াতা’ড়ি বি’দায় নিলেও ইফতিখার আহমেদ ও শান মাসুদের হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটে ১৫৯ রান করে তারা।
১৫ রানে ২ উইকেট হা’রানোর পর মাসুদ ও ইফতিখারের পঞ্চাশ ছাড়ানো জুটিতে প্রতিরোধ গড়েছিল পাকিস্তান। কিন্তু ৭৬ রানের এই জুটি ভাঙতে বিপদে পড়ে তারা। ইফতিখার ৫১ রানে বিদায় নেওয়ার আগে চার ছক্কা মেরে রানের গতি বাড়ান।
তার আউটে পর হার্দিক পান্ডিয়ার জো’ড়া আঘা’তে ২ উইকেটে ৯১ রান করা দলটি ৯৮ রানে হারায় ৫ উইকে’ট। শেষ দিকে মাসুদের সঙ্গে শাহীন শাহ আফ্রিদি রান বা’ড়ান।