‘একটা মেয়ে আছে শা’ন্তিনগরে। নাম বলব না। সে আমার ছ’বি দিয়ে অ্যা’ম্বুশ করে বালিশের কাভার বা’নিয়ে তার ওপর প্রতিদিন ঘুমায়। আমার ভালো লাগে। একটা মেয়েকে বলেছিলাম আমার জন্য কী করতে পারো?
সে হাত কে’টে টি’স্যুর ওপর জায়েদ খান লিখে ইনব’ক্সে পাঠিয়েছে। নায়ক হিসেবে জায়েদ খানের প্রতি মেয়েভ’ক্তদের আগ্রহ কেমন- সম্প্রতি এক প্র’শ্নের জবাবে এমন তথ্য জানান ঢাকাই সিনেমার আ’লোচিত নায়ক জায়েদ খান।
সম্প্রতি একটি বেসরকারি টে’লিভিশনের মুখোমুখি হয়েছিলেন ‘অ’ন্তর জ্বা’লা’খ্যাত এই অভিনেতা। সেখানেই এই গো’পন কথা প্রকাশ করলেন।
জায়েদ খান আরো বলেন, ‘এক মেয়ে আমাকে ফোন করে বলে, আপনি যদি আমার স’ঙ্গে কথা না বলেন, তাহলে আমি কি’ন্তু পাবনা চলে যাব। সে আমার স’ঙ্গে প্রেম করতে চায়- এমনও না। শুধু কথা বললেই হবে। ’
যোগ করে এই নায়ক বলেন, ‘আমি একটু ফাজ’লামো করেছিলাম, এতে সে সত্যিই পাবনার হেমায়েতপুর চলে গিয়েছিল। সেখানে গিয়ে সে দাঁ’ড়িয়ে আছে। আমাকে বলেছে, আপনি বললে ভ’র্তি হয়ে যাব। আমি বলেছি, গো ব্যাক ই’য়োর হোম। পরে তার মায়ের স’ঙ্গেও কথা বলেছি। ’