




কাতারে অন্যতম বড় চেইন হাইপার মার্কেট ক্যারিফোরেস্যামসাং কোম্পানির তৈরি বেশকিছু মডেলের মোবাইলে বিশেষ অফার দেওয়া হয়েছে। এই অফার গত ৬ আগষ্ট থেকে শুরু হয়েছে। চলবে ৩০ আগষ্ট পর্যন্ত।





কাতারে ক্যারিফোরের সব শাখা এবং অনলাইনে এই অফার চলছে। ফলে আগ্রহী ক্রেতারা অনলাইনের পাশাপাশি সরাসরি গিয়েও এগুলো কিনতে পারবেন।





এই অফারে বিশেষ করে স্যামসাং S-22 Ultra মডেলের মোবাইলে ৯৫০ রিয়াল ছাড় দেওয়া হয়েছে। অফারে কোন মোবাইল কত দামে পাওয়া যাচ্ছে তা নিচে দেখে নিন বিস্তারিত।





এছাড়া আইফোন এলেভেন প্রো ম্যাক্স পাওয়া যাবে ৪ হাজার ৩৭৯ কাতারি রিয়ালে। যার আগের দাম ছিল ৪ হাজার ৮৯৯ কাতারি রিয়াল। আইফোন ছাড়াও এই অফারে কম দামে পাওয়া যাচ্ছে শাওমির ডিভাইস।





শাওমি রেডমি নোট ১১ প্রো পাওয়া যাচ্ছে ৯৮৯ রিয়ালে। যার পূর্বের দাম ছিল ১ হাজার ৯৯ রিয়ালে। স্যামসাং এ৩৩ মডেলের মোবাইলটিও পাওয়া যাচ্ছে ৯৯৯ রিয়ালের বিনিময়ে।