আর মাত্র ৮ দিন, ঠিক তার আগেই সকল জল্পনার অবসান ঘ’টিয়ে দল ঘোষণা করলো মেসির দল আর্জেন্টিনা। আসছে কাতার বিশ্বকাপকে সামনে রেখে শ’ক্তিশালী দলই ঘোষণা করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
শুক্রবার ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। গত বেশ কিছুদিন ধরেই ইনজু’রি সমস্যা বেশ ভাবাচ্ছিল আর্জেন্টিনার সমর্থকদের। কারণ ইনজু’রির কারণে দল থেকে ছি’টকে যাওয়ার সম্ভাবনা ছিল পাওলো দিবালা ও ডি মারিয়ার।
কিন্তু শেষমেষ ইনজুরি শ’ঙ্কা নিয়েই তাদের বিশ্বকাপ দলে অন্ত’র্ভূক্ত করলেন আলবিসেলেস্তিদের কোচ স্কালোনি। অবধারিত ভাবে যে দলের কা’ন্ডারি হিসেবে দলে রয়েছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি।
আক্র’মণভাগে তার স’ঙ্গী পাওলো দিবালা, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ ও জোয়াকিন কোরেয়ারা। গোলর’ক্ষক: এমিলিয়ানো ডিবু মার্টিনেজ, জেরোনিও রুলি, ফ্রাঙ্ক আরমানি।
ডিফে’ন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্ক অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, জন ফয়থ।
মিডফিল্ডার: রদ্রিগো ডিপল, লিয়ান্দ্রো পেরেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, আলেজান্দ্রো পাপু গোমেজ, এনজো ফার্নান্দেজ, এক্সকুয়েল প্যালাসিওস।
ফরোয়ার্ড: অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা ও লিওনেল মেসি।