কাতার বিশ্বকাপ শুরু হতে বা’কি আর মাত্র এক সপ্তাহ। তার আগে বিশ্বকাপ উপল’ক্ষে কাতার একটি ২২ রিয়ালের নোট উ’ন্মোচন করেছে। কাতারে প্রচলিত এক, পাঁচ, দশ, পঞ্চাশ, একশ’ এবং পাঁচশ’ রিয়ালের স’ঙ্গে এবার যোগ হলো ২২ রিয়ালের নোট।
কাতার শুধু ২২ রিয়ালের নো’টই নয়, পাশাপাশি বিশ্বকাপের লো’গো সংবলিত কয়েনও চালু করা হয়েছে। কাতার সে’ন্ট্রাল ব্যাংকের গভর্নর শেখ বন্দর বিন মোহাম্মদ বিন সৌদ আল থানি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে নোট ও কয়েন উদ্বোধন করেন।
২২ রিয়ালের নোটে একদিকে লুসাই’ল স্টেডিয়াম এবং অন্য দিকে আল বায়েত স্টেডিয়াম রয়েছে, যা কাতার ২০২২ এবং বিশ্বকাপ ট্রফির প্রতীক।
এদিকে কাতার সেন্ট্রাল ব্যাংক থেকে জানানো হয়েছে ‘২২ কাতারি রিয়াল’ স্মারক নোটটি ৭৫ কাতারি রিয়ালে কেনা যাবে। কিন্তু এর নামমাত্র মূল্য ২২ রিয়াল একই থাকবে।
এসব আয়োজন ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপকে ঘিরেই। সফল এক আয়োজন উপহার দিয়ে গোটা ফুটবল দুনিয়াকেই চ’মকে দিতে প্রস্তুত মধ্যপ্রাচের দেশ কাতার।