আসন্ন কাতার বিশ্বকাপ প্রস’ঙ্গে দল সমর্থন প্রস’ঙ্গে জানতে চাইলে ঢালিউড কুইন অপু বিশ্বাস বলেন, ‘ফুটবল খেলা যারা পছ’ন্দ করেন এবং বোঝেন তারা ব্রাজিলকে সাপো’র্ট করবেন। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছ’ন্দ আছে।
যা অন্য দলের ক্ষে’ত্রে আমি অনু’ভব করি না। তাই আমি ব্রাজিলের সাপোর্টার। এদিকে তিনি মানিকগঞ্জ জেলার হরিরামপুর গ্রামে চলতি মাসের ১ তারিখ থেকে ‘লাল শাড়ি; সিনেমার শু’টিং করছেন।
এটি তিনিই প্রযো’জনা করছেন। সিনেমাটি পরিচালনা করছে ব’ন্ধন বিশ্বাস। এই সিনেমার শু’টিং সেটেই তার স’ঙ্গে আলা’প করা হয়। এ সময় অপু বিশ্বাস আরও বলেন, আমাকে নিয়ে একটা ট্র’ল হয়।
আমি একটা ফ’টোশু’টে অংশ নিয়েছিলাম। সেখানে তিশা আপু ছিলেন, আসি’ফ ভাই ছিলেন। তারা সবাই ব্রাজিলের জা’র্সি পড়ে ফেলেছেন। তখন কোনো জা’র্সি না পেয়ে অপজি’ট দল আর্জেন্টিনার জার্সি পরেছিলাম।
দর্শকরা এখনো সেই ছবি নিয়ে ট্র’ল করেন। আগে না বুঝেই সা’পোর্ট করতাম এখন বুঝে সাপোর্ট করি। এদিকে বর্তমানে অপু বিশ্বাস সরকারি অনুদানপ্রা’প্ত ‘লাল শাড়ি’ সিনেমার শু’টিং করছেন। এতে অপুর বিপরীতে রয়েছেন সাইমন সাদিক। অন্যান্য চরিত্রে অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, দোয়েল প্রমুখ।