সেই ১৯৩০ সাল থেকে প্রতি চার বছর পর পর মাঠে গড়ায় বিশ্বকা’প ফুটবলের আসর। এ বছরের আগে পে’রিয়ে গেছে ২১টি আসর। কিন্তু এবারের আসরটি একেবারেই ভি’ন্ন। বদলে গেছে ইতিহাস। খরচ কিংবা আধুনিকায়ন সব দিক থেকেই ২০২২ বিশ্বকাপ আলাদা।
এসবের ভিড়ে নতুন করে আ’লোচনায় এসেছে পবি’ত্র কু’রআ’নের কথা। কেননা এবারের বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠানে পবি’ত্র কু’রআন তে’লওয়াত করা হয়েছে। যা ৯২ বছরের ইতিহাসে কখনো করা হয়নি। এরকম দৃ’শ্য কখনোই দেখেনি বিশ্ব।
নতুন এক দৃ’শ্যের সা’ক্ষী গোটা মধ্যপ্রাচ্য। ভাষা-শিক্ষা কিংবা সংস্কৃতির মি’ল থাকায় আরব ভূখ’ণ্ড পৃথিবীর মধ্যে নিজেদের আলাদাভাবে চেনাতে সক্ষ’ম হয়েছে। এবার সেই আরব মরুতে চলছে ফুটবল বিশ্বকাপের ঝং’কার।
রবিবার (২০ নভেম্বর) রাত দশটায় শুরু হবে উদ্বোধনী ম্যাচ। এর আগে শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। কাতারের আল বায়ত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয় বিশ্বকাপের উদ্ধোধ’নী অনুষ্ঠান।
সেখানেই পবি’ত্র কু’রআ’ন থেকে তে’লাওয়াত করেন বিশ বছর বয়সী ঘানিম আল মুফতি। বিশেষ চাহিদা সম্প’ন্ন এই তরুণ বিশ্বকাপে ফিফার অ্যা’ম্বাসেডর হিসেবেও নিযু’ক্ত আছেন।
বিশ্বকাপ উপলক্ষ্যে আলোর রো’শনাইয়ে সাজানো হয়েছে কাতারের পার্ল আইল্যান্ড। এই অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএসের গায়ক জাং’কুক ও কাতারের ফাহাদ আল–কুবাইশি বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’–এ পারফ’র্ম করবেন।
বিশ্বকাপের ইতিহাসে শীতকা’লে এটাই প্রথম আসর। আরব বিশ্বেও এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ।৬০ হাজার আসনবিশি’ষ্ট আল বায়ত স্টেডিয়ামে ছড়ানো হবে আলোর রোশনাই। চোখ ধাঁ’ধানো আতশবা’জির জন্য উ’দ্ধোধ’নী অনুষ্ঠানটি স্থানীয় সময় রাতে করা হচ্ছে।
আল বায়ত স্টেডিয়ামে উদ্ধোধ’নী অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছেন দর্শ’ক। এর মধ্যে সিংহভাগই কাতার ও ইকুয়েডরের সম’র্থক। স্টেডিয়ামের একাংশ হলুদ এবং অন্য অংশে সাদা রংয়ের ঢেউ। বিশ্বকাপ ট্রফি মাঠে একটি শোকেসের মধ্যে রাখা হয়েছে।