




কাতারের বিভিন্ন এলাকা থেকে গাড়ি চু’রি চ’ক্রের দুই প্রবাসীকে গ্রে’প্তার করেছে পুলিশ। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়। দেশটির অপরা’ধ তদ’ন্ত বিভাগ এই অভিযানটি পরিচালনা করে।





কাতারে চু’রির তদন্তের জন্য একটি বিশেষ ইউনিট গঠনের পর এই দুই ব্যক্তিকে গ্রে’প্তার করে হে’ফাজতে নেওয়া হয়। তবে আ’টক হওয়া দুইজন কোন দেশের নাগরিক তা প্রকাশ করেনি অভিযান পরিচালনাকারী দল। তবে জানা গেছে তারা দুইজনই আরবের নাগরিক।





মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, অভিযু’ক্তরা দীর্ঘ সময় ধরে পার্ক করা গাড়িগুলোকে টার্গেট করে এবং চাবি নক’ল করে বা ট্রাকে টেনে নিয়ে সেগুলি চু’রি করেছিল।





কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবাইকে জানানো হয়েছে কারো কোনো মূল্যবান জিনিস অথবা গাড়ি চু’রি হলে দ্রুত ৯৯৯ নাম্বারে কল দিয়ে জানাতে। অথবা কাউকে স’ন্দেহ হলেও একই কাজ করতে। কাতার সবসময় জনসাধারণকে নিরাপ’ত্তা দিতে বদ্ধ পরিকর।