হাজারো দর্শকে কা’নায় কানায় পরিপূর্ণ কাতারের লুসাইল স্টেডিয়াম। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগ’ত ফুটবল ভ’ক্তদের উ’ন্মাদনা। এ যেন ফুটবল প্রেমিদের অনন্য এক মিলন মেলা।
হাজারো দর্শকের ভি’ড়ে লাল সুবজের পতাকা হাতে বাঙালি যুবক। পতাকা হাতে নিয়ে কাতার ফুটবল বিশ্বকাপের ম’ঞ্চে এভাবেই বাংলাদেশকে উপস্থাপন করতে দেখা যায় তাকে।
খোঁজ নিয়ে জানা যায়, তিনি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বাসি’ন্দা। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) কাতারের লুসাইল স্টেডিয়ামে সার্বিয়া ও ব্রাজিলের প্রথম প’র্বের খেলা অনুষ্ঠিত হয়।
স্টেডিয়ামের অ’গ্রভাগে বাঙালি যুবক এস.এম. মুরসালিন রমি লাল সবুজের পতাকা প্রদ’র্শন করে বাংলাদেশকে উপস্থাপন করেন। এ সময় ৭১ এর মহানা’য়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শ’ণ করেন।
বাঙালি যুবক এস.এম. মুরসালিন রমির জানান, আমি একজন ফুটবল প্রে’মি মানুষ। ফুটবলের প্রেমেই বাংলাদেশ থেকে বিশ্বকাপ দেখতে কাতারে এসেছি।
বাংলাদেশ বিশ্বকাপে স্থান করতে পারেনি কিন্তু বঙ্গ’বন্ধু ক’ন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হা’ত ধরে আমরা বিশ্ব দরবারে পরিচিত হচ্ছি। আশা রাখি কোনো একদিন বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ খেলবে।