কাতার বিশ্বকাপ ফুটবল আসর নিয়ে উ’ন্মাদনা’র কম’তি থাকে না কারো। গ্রেটেস্ট শো অন আ’র্থের আসরে স্বাভা’বিকভাবে আমাদের দেশে ব্রাজিল ও আর্জেন্টিনা দলের সম’র্থক বেশি দেখা যায়।
এ নিয়ে বেশ উ’ত্তেজনা চলে বিশ্বকাপ ফুটবলের আসরে। সেদিক থেকে তার’কারাও উচ্ছ্বাস প্রকাশ করে থাকেন পছন্দের দল নিয়ে। ছোটপ’র্দার জনপ্রিয় তারকা নিলয় আলমগীর। সাব’লীল অভিনয়ের মাধ্যমে নিজেকে অনেক আগেই প্রতিষ্ঠিত করে নিয়েছেন এই অভিনেতা।
বিশ্বকাপ ফুটবলের আ’সরে তার প্রিয় দল আর্জেন্টিনা। পছন্দের দলকে নিয়ে সো’শ্যালে বিভিন্ন সময় পো’স্ট করতেও দেখা গেছে তাকে। সোমবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় সুইজারল্যান্ডের স’ঙ্গে মাঠে নামে ব্রাজিল দল।
এদিন ঘা’ম ঝ’রিয়ে বেশ ল’ড়াইয়ের পরে প্রতিপ’ক্ষের বিপক্ষে ১-০ গোলে জ’য় পায় ব্রাজিল দল। এদিকে ব্রাজিল দলের জয়ে র’সিকতা করতে ভু’ল করেননি অভিনেতা নিলয় আলমগীর। তার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি ব্রাজিল দলের সম’র্থক। যা অভিনেতার ফেসবুক স্ট্যা’টাসে জানা যায়।
আর স্ত্রীর পছ’ন্দের দল ব্রাজিলের জয় হওয়া নিয়েই র’সিকতা করেছেন নিলয়। মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় অফিশি’য়াল ফেসবুক পেজে স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদির স’ঙ্গে একটি ছবি পোস্ট করেন।
যেখানে তার স্ত্রীকে নীল র’ঙের আবায়ায় দেখা যায়। সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘ব্রাজিলের সাপোর্টার দিয়ে শ্রীমঙ্গ’লের রাস্তাটা পরিষ্কার করালাম।’