বিশ্বকাপ ফুটবল উপল’ক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে কাতার পৌঁ’ছেছেন বলিউড তারকা নোরা ফাতেহি। ম’ঙ্গলবার দোহায় পৌঁছে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে খেলা দেখতে স্টেডিয়ামে হাজির হন তিনি।
নেদারল্যান্ডস-কাতার খেলা চলার সময় আল বাইত স্টেডিয়ামে দেখা যায় নোরাকে। গ্যালারিতে বসে বিশ্বকাপের অফিসিয়াল গান ‘লাইট দ্য স্কাই’ গাইতে এবং তার সঙ্গে নাচতে দেখা যায় ‘দিলবার গা’র্ল’কে।
সেই ভি’ডিও তিনি ইনস্টাগ্রামে শে’য়ার করলে মুহূর্তেই ভা’ইরা’ল হয়ে যায়। আরব শিল্পীদের মধ্যে নোরা ফাতেহিরই ইনস্টাগ্রামে সবচাইতে বেশি ফলোয়ার বলে এ ফিফার এক বিবৃ’তিতে জানানো হয়। তার ফলোয়ার সংখ্যা এখনই ৪ কোটি ২০ লাখ।
মঙ্গলবারই ফিফা ফ্যান ফেস্টে নোরার ঘণ্টাব্যাপী না’চার কথা রয়েছে। দোহার আল বিদ্যা পার্কে অনুষ্ঠেয় ফিফা ফ্যান ফেস্টিভ্যালে নোরার পাশাপাশি আরও কয়েকজন বিশ্বখ্যা’ত শিল্পীরও যোগ দেওয়ার কথা।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা এই অনুষ্ঠান নিয়ে এক বিবৃ’তিতে বলেছে, সারা বিশ্বের ভ’ক্তদের এবার আরব সংস্কৃ’তির সঙ্গে পরিচয় ঘটার সুযোগ হবে। মরক্কো বং’শোদ্ভূত কানাডার নাগরিক বিশ্বকাপের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সম্প্র’তি বাংলাদেশ ঘুরে গেছেন।