বিশ্বকাপের শুরু থেকেই আর্জেন্টিনাকে হ’ট ফেবারিট ধরেছিল সবাই। কিন্তু প্রথম ম্যাচে সৌদি আরবের স’ঙ্গে হে’রে সেই তকমায় ভা’টা পড়ে আর্জেন্টিনার। কিন্তু সময়ের স’ঙ্গে ঠিকই জ্ব’লে উঠেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
মেক্সিকো ও পোল্যান্ড দুই দলকেই ২-০ গোলের ব্যবধা’নে হা’রিয়ে গ্রুপ চ্যাপিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠলো মেসিরা। যেখানে তাদের প্রতিপ’ক্ষ অস্ট্রেলিয়া।
বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে যেন জ্ব’লে উঠতে শুরু করে আর্জেন্টিনার স্ট্রা’ইকাররা। ৬৮ মিনিটে ম্যান সিটি স্ট্রাইকার হুলিয়ান আলভারেজের গোলে ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।
গুরুত্বপূর্ণ ম্যাচে পোল্যান্ডের বিপ’ক্ষে কোচ তার ওপর আস্থা রেখে মার্টিনেজের পরিবর্তে একাদশে তাকে সুযোগ দেন। সেই সুযোগের সদ্ব্য’বহার করলেন তিনি।
আর্জেন্টিনার হয়ে ২০২১ সালে অভিষেক হলেও ২০২২ সাল থেকেই নিয়’মিত সুযোগ পেতে শুরু করেন এই স্ট্রা’ইকার। জাতীয় দলের জা’র্সি গায়ে মোট ৪ গোল করলেন এই স্ট্রাইকার।