বর্ণিল আলোয় সেজে উঠেছে ম’ঞ্চ। ব্যাকগ্রাউন্ডে বাজছে নোরা ফাতেহির ‘সাকি সাকি’ গান। এ গানে পারফ’র্ম করছেন এই অভিনেত্রী। ব্যাকগ্রাউ’ন্ড ড্যা’ন্সারদের নিয়ে ডু’বে আছেন এ গানের নাচে।
আচমকাই তার পেছনে চলে আসে এক ব্যাকগ্রাউন্ড ড্যা’ন্সার। তারপর নোরা ফাতেহিকে স্প’র্শ করেন। যাকে ‘অ’শ্লী’ল স্প’র্শ’ বলে মন্ত’ব্য করছেন নে’টিজেনরা। এ ভি’ডিওটি এখন অন্তর্জা’লে ভা’ইরাল।
ভি’ডিওটি নে’টদু’নিয়ায় ছ’ড়িয়ে পড়ার পর বি’স্ময় প্রকাশ করেছেন নোরা ভ’ক্তরা। এমন ঘটনায় অনেকে ক্ষু’ব্ধ। কেউ কেউ প্রশ্ন করেছেন—‘ওই ব্যক্তির উদ্দেশ্য কী?’ যদিও প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। কারণ এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি নোরা।
কাতারে বসেছে ফিফা বিশ্বকাপ ফুটবলের এবারের আসর। এই আসরে নোরা ফাতেহি পার’ফর্ম করবেন তা আগেই জানিয়েছিলেন তিনি। গত ২৯ নভেম্বর সন্ধ্যায় দোহার আল বিদা পার্কে অনুষ্ঠিত হয় ফিফা ফ্যান ফেস্টিভ্যাল। এতে পারফর্ম করেন নোরা ফাতেহি।
নে’টদু’নিয়ায় ছ’ড়িয়ে প’ড়া এ ভি’ডিওটি মূলত ওই মঞ্চের। এ অনুষ্ঠানে নোরার আবে’দনম’য়ী উপস্থিতি ও ঝ’ড় তোলা না’চ মুগ্ধ করেছে ভক্তদের। ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।
শুধু বড় পর্দায়ই নয়, ছোট পর্দা এবং মিউ’জিক ভি’ডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি না’ইটস’, ‘এমটিভি ট্র’ল পুলিশ’সহ বেশ কিছু রিয়েলিটি শোয়ে পারফরর্ম করেও নজর কা’ড়েন তিনি।