কাতার বিশ্বকাপের ভূয়সী প্রশংসা করেছেন জার্মান বিশ্বকা’পজয়ী ফুটবলার মেসুত ওজিল। নিজের সামাজিক মাধ্যমে বিশ্বম’ঞ্চে কাতার ও তুরস্ককে দেখার আশাও প্রকাশ করেছেন তিনি।
মধ্যপ্রা’চ্যের দেশ কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে শুরু থেকেই চলছে বিত’র্ক। শ্রমিক ও পরিবেশ আ’ইন ভ’ঙ্গ, মানবধি’কার ল’ঙ্ঘন’সহ একাধিক অভি’যোগ এনে কাতারের বি’রু’দ্ধে নিয়মিত সংবাদ প্রকাশ করে আসছে পশ্চি’মা সংবাদ মাধ্যমগুলো।
আসর চলার সময়েও ব’ন্ধ নেই কাতারের স’মালো’চনা। ম’দপা’নে নি’ষেধা’জ্ঞা, পোশাকের শা’লীন’তাসহ নানা বিষয়ে কাতারের আই’নকে তারা তুলে ধরছে অতি রক্ষ’ণশীল হিসেবে।
তবে এসব কিছুই দেখছেন না ওজিল। মধ্যপ্রাচ্যের দেশটির আয়োজনে তিনি দেখছেন না কোনো ভু’লত্রু’টি। তাছাড়া তাদের আতি’থিয়েতারও ভূয়সী প্রশংসা করেছেন এ জার্মান তারকা।
বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে এক পো’স্টে ওজিল লেখেন, ‘ কাতারের ফিফা বিশ্বকাপ আসরে উপ’স্থিত হতে পেরে ভালো লাগছে। ধন্যবাদ আয়োজকদের নি’খুঁত আয়োজন ও আতিথেয়তার জন্য।
এখানে থাকতে পারা সব সময় আনন্দের। টুর্নামেন্টের বাকি অং’শের জন্যেও শুভ কামনা।’ এরপর তিনি দোয়ার ইমোজির সঙ্গে তু’রস্ক ও কাতারের পতাকা যুক্ত করে লেখেন, ‘ ইনশাআল্লাহ, আমরা আবার আমাদের দেখতে পাব।’
তার এ বার্তা থেকে এটাই স্পষ্ট যে, আগামী বিশ্বকাপে ৬৪ দলের প্রতিযোগিতায় তিনি তুরস্ক ও কাতারকে দেখতে চান। যদিও কাতার স্বাগতিক হিসেবে এবার খেলার সুযো’গ পেয়েছিলেন। কিন্তু গ্রুপ পর্বের সবকটি ম্যাচ হেরে ইতো’মধ্যে তারা আসর থেকে ছি’টকে গেছে।
জার্মানিতে জ’ন্ম নেয়া ওজিল ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশটির হয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধি’ত্ব করেন। ২০১৪ সালে জার্মানদের হয়ে জে’তেন বিশ্বকাপ শিরো’পা। অথচ আজকে কোস্টারিকার বিপ’ক্ষে জার্মানির ম্যাচ নিয়ে কোনো কথা বলেননি তিনি।
কারণ জাতিগত ই’স্যুতে দেশটির স’ঙ্গে তার অনেক ম’নোমা’লিন্য হয়েছে। এদিকে তুরস্ককে নিয়ে তার মা’তামা’তির আছে যৌ’ক্তিক কারণ। তার দাদার জ’ন্মস্থান তুর’স্ক। যেখান থেকে পরবর্তীতে তারা জার্মানিতে স্থা’য়ী হন। ২০১৮ সালে সবশেষ জার্মানির হয়ে খেলা ও’জিল বর্তমানে খেলছেন তুরস্কের ক্লাব ইস্তাম্বুল বাসাকসেহিরে।