কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে গিয়ে পুলিশের বা’ধা পেয়ে রাস্তায় বসে প’ড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘ’র্ষের মধ্যেই বুধবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসার পর ভেতরে ঢু’কতে না পেরে সেখানে বসে পড়েন তিনি।
এর আগে কার্যালয়ের গেটের সামনে কিছুক্ষণ দাঁ’ড়িয়ে থাকেন। এ সময় বিভিন্ন জায়গায় ফোনে কথা বলেন তিনি। কার্যা’লয়ের সামনে অপে’ক্ষমাণ সাংবাদিকদের তিনি বলেন, ‘সমাবেশ বা’নচা’ল করার জন্য নয়াপল্টন কার্যালয়ের সামনে পুলিশ নেতাকর্মীদের হাম’লা করেছে।
কিন্তু এসব করে কোনো লা’ভ হবে না। ১০ ডিসেম্বর আমরা সমাবেশ করবই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে ঘট’না ঘটেছে, তা দুঃ’খজনক। এ ঘটনার দা’য় সর’কারকে নিতে হবে।
আমি আমার দলের নেতাকর্মীসহ সবাইকে ধৈ’র্য্য ধরার আহ্বান জানাচ্ছি। এদিকে, ডিএমপির মতিঝিল বিভাগের উপ পরিদর্শক হায়াতুল ইসলাম খান বলেছেন, বিএনপি নেতাকর্মীদের ই’টপাটকে’লের আঘা’তে ডিডিসহ বেশ কয়েকজন আহ’ত হয়েছেন।