পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার (৭ ডিসেম্বর) পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘ’র্ষের সময় শ’র্টগা’ন হাতে আর্জেন্টিনার জার্সি পরিহিত এক ব্যক্তিকে দেখা গেছে।
তিনি রাজনৈ’তিক ব্যক্তি নাকি পুলিশের সদস্য তা এখনো নিশ্চিত নয় পুলিশ। তার পরিচয় জানতে তদ’ন্ত চলছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এ ব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ডিএমপির যুগ্ম কমিশনার (অপস) বিপ্লব কুমার সরকার বলেন, আর্জেন্টিনার জার্সি গায়ে এক ব্যক্তিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আ’লোচনা চলছে।
আমার সেটা দৃষ্টিগো’চর হয়েছে। তবে তাকে এখনো চিহ্নিত করা যায়নি। আমি এখনো মাঠে। অন্য কর্মকর্তারাও মাঠে। তিনি পুলিশের নাকি অন্য কোনো রাজনৈ’তিক দলের? জানতে চাইলে বিপ্লব কুমার বলেন, এ বিষয়ে তদ’ন্ত চলছে।
বুধবার পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘ’র্ষের সময় পুলিশের পাশেই শ’র্টগান হাতে মা’রমু’খী অবস্থানে দেখা যায় আর্জেন্টিনার জার্সি পরিহিত ওই ব্যক্তিকে। এ সংক্রা’ন্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাই’রাল হয়েছে।