ঢাকায় রাজনৈতিক স’হিংস’তার তদ’ন্ত দেখার প্রত্যাশা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সরকারি কর্তৃপ’ক্ষকে ওই তদ’ন্তে উৎসাহি’ত করছে দেশটি। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস আজ বৃহস্পতিবার এক বিবৃ’তিতে এ কথা জানান।
দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত রাষ্ট্রদূত পিটার হাসের বিবৃ’তিতে বলা হয়েছে, ‘মার্কিন দূতাবাস বুধবার ঢাকায় নিহ’ত ও আহ’তদের পরিবারের প্রতি সমবে’দনা জানিয়েছে।
আমরা ঢাকায় ভ’য়ভী’তি ও রাজনৈতিক স’হিংস’তার প্রতিবেদনে উ’দ্বিগ্ন এবং আইনের শা’সনকে সম্মান করার এবং সহিং’সতা, হয়’রানি এবং ভ’য় দেখানো থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানাই। ’
মার্কিন রাষ্ট্রদূত বিবৃতিতে আরো বলেন, ‘আমরা সরকারি কর্তৃপ’ক্ষকে স’হিং’সতার এই খবরগুলো তদ’ন্ত করতে এবং মতপ্রকাশ, সমিতি এবং শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতা র’ক্ষা করতে উৎসাহিত করি। ’