কাতার বিশ্বকাপে আর্জে’ন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যে ম্যাচ চলাকালীন মা’রা গেছেন এক মার্কিন সাংবাদিক। ৪৯ বছর বয়সী ওই সাংবাদিকের নাম গ্রান্ট হোয়াল। খবর দ্যা ওয়ালের।
শুক্রবার (৯ ডিসেম্বর) ম্যাচ সংক্রা’ন্ত খবর সংগ্রহ করতে কাতারের লুসাইল স্টেডিয়ামে গিয়েছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দা’বি, খেলা চলাকালীন আচম’কাই আসন থেকে নীচে পড়ে যান গ্রান্ট।
সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসা দেয়া হয়। কিন্তু তার পরও মার্কিন সাংবাদিককে বাঁ’চানো যায়নি। বিশ্বকাপ শুরুর দিন থেকেই স’মপ্রে’মীদের আন্দোলনকে সমর্থ’ন জানানোয় খবরের শিরোনামে ছিলেন গ্রান্ট।
তবে কেন তার মৃ’ত্যু হয়েছে, এই নিয়ে এখন পর্যন্ত সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেয়নি কাতার সরকার।