ঢাকাই ছবির আ’লোচিত চিত্রনায়িকা পরীমণি তার স্বামী শরিফুল রাজের বি’রু’দ্ধে একা’ধিক অ’ভিযো’গ তুলেছেন। মূল অ’ভিযো’গ হলো, রাজ তাকে শারী’রিকভাবে নি’র্যাত’ন করেন, তাকে একাধিকবার মা’রধ’রও করেছেন।
এছাড়া পরীমণি বলেছেন, ‘রাজ এখন আমার প্রা’ক্তন। রাজকে আমি ছু’টি দিলাম। গত কয়েকদিনে স্বামী রাজকে নিয়ে পরীমণি ফেসবুকে একের পর এক পোস্ট দিয়ে তাকে ‘কাঠগ’ড়ায়’ দাঁড় করালেও রাজ থেকেছেন নিশ্চুপ। এবার রাজ এ বিষয়ে মুখ খুললেন।
সোমবার বললেন, ‘চুপচাপ থাকতে চাই। পরীর এসব আমি আ’টকাতে বা থামাতেও চাই না। পরীর সবকিছু করার ও বলার অধিকার আছে। পরী যা করছে বা তার মন যা চায় করুক, হয়তো তার সে অধিকার আছে।’
তবে রাজ চুপ থাকতে চাইলেও পীর স’ঙ্গে সম্প’র্ক যে আর টি’কছে না সেটি স্প’ষ্ট করেন। স্বামী-স্ত্রীর সম্প’র্ক জো’ড়া লাগবে কিনা, এমন প্রশ্নের উত্তরে রাজ বলেন, ‘না, আর হবে না।’
বছরের প্রথম দিনই পরীমণি ফেসবুকে রাজের বি’রু’দ্ধে গায়ে হাত তোলার অ’ভিযো’গ সম্প’র্কে জানতে চাইলে রাজ এ’ড়িয়ে যান। তবে শুধু বলেন, ‘আমি এখন চুপচাপ আছি, কিছু বলতে চাইছি না। এই পরিস্থি’তিতে আমার এখন একা থাকা দরকার। পরে এসব ব্যাপারে কথা বলব।’
এর আগে পরীমণি যখন নানা অ’ভিযো’গ তুলে স্বামী-স্ত্রী আলাদা হয়ে যাওয়ার কথা জানান, তখন ফেসবুকে ছবি দিয়ে ছেলের জন্য শুভ কামনা জানান শরিফুল রাজ।