




কাতার বিশ্বকাপের হায়া কা’র্ড থাকলে এবার ঘুরে আসা যাবে আরব আমিরাত। এই হায়া কার্ড ধারীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে আমিরাত কর্তৃপক্ষ। এর ফলে কাতারে বিশ্বকাপ দেখতে এসে বাড়তি ঝামেলা ছাড়াই আরব আমিরাত ঘুরে আসার সুযোগ পাবেন দর্শ’করা।





এর আগে কাতার বিশ্বকাপের দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থায় সৌদি আরব ভ্রমণের সুযোগ দেয় সৌদি কর্তৃপক্ষ। ফলে কাতার বিশ্বকাপ দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা আসবেন, তারা প্রতিবেশী দেশগুলোও ঘুরে আসতে পারবেন খুব সহজে।





এতে জানানো হয়, মাত্র ১০০ দিরহাম ফি দিয়ে আমিরাত ভিসার আবেদন করতে পারবেন হায়া কার্ড ধা’রীরা। প্রতিবার ৯০ দিন পর্যন্ত আমিরাতে থাকার সুযোগ পাবেন হায়া কার্ডধারী দর্শক।





এছাড়া হায়া কার্ডের মেয়াদ থাকাকালে যতবার খুশি ততবার আমিরাতে ঢোকা যাবে। ভিসার ৯০ দিন মেয়াদ শেষ হওয়ার পর আবারও ৯০ দিনের জন্য আবেদন করা যাবে। নভেম্বর মাসের প্রথম দিন থেকেেই এই ভিসার জন্য আবেদন করা যাবে।