




কাতারে ক’রো’না পরিস্থিতির উন্নতি হয়েছে। ফলে আবারও মা’স্ক পরা নিয়ে সিদ্ধান্ত আংশিক শি’থিল করলো মন্ত্রী পরিষদ। এই নতুন সিদ্ধান্তের খবরে স্ব’স্তি নেমে এসেছে কাতারের নাগরিক ও বিদেশি অধিবাসীদের মধ্যে।





আজ ৩১ আগস্ট বুধবার দোহায় দিওয়ানে আমিরিতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়, কাতারে শপিং মল, দোকানপাট এবং যে কোনো আব’দ্ধ জায়গায় প্রবেশের বেলায় আর মা’স্ক পরতে হবে না।





তবে যে কোনো হাসাপাতাল বা ক্লিনিকের ভেতরে এবং পাবলিক পরিবহনে সবাইকে মা’স্ক পরা থাকতে হবে। এছাড়া যারা বিভিন্ন দোকানে কিংবা এমন আব’দ্ধ জায়গায় কাজ করেন যে ক্রে’তাদের কাছাকাছি এসে সেবা দিতে হয়, তাদেরকে অবশ্যই মা’স্ক পরতে হবে।





অর্থাৎ দোকানের ভেতরে থাকা স্টাফদেরকে সবসময় মা’স্ক পরা থাকতে হবে। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এর আগে কাতারে ক’রো’না পরি’স্থিতির অবনতি হওয়ায় সব আবদ্ধ জায়গায় মা’স্ক পরার নির্দেশনা দিয়েছিল কর্তৃপক্ষ।