




কাতারে রাজধানী দোহার পর দ্বিতীয় বৃহত্তম শহর ওয়াকরা। এই ওয়াকরায় রয়েছে সাগরতীরে বিস্তৃত প্রাকৃতিক সুন্দর সাগরসৈকত। এখানে আছে পরিবারসহ অবকাশ যাপনের জন্য আলাদা ফ্যামেলি বিচও।





তবে আপাতত এই ওয়াকরা বিচের পুরো এলাকাই সবার জন্যই ব’ন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এক বিজ্ঞ’প্তিতে জানানো হয়েছে, আগামী দু মাস অর্থাৎ সেপ্টম্বর ও অক্টোবর মাসজুড়ে বন্ধ থাকবে ওয়াকরা বিচ।





কারণ এই দু মাসে বিচের ব্যাপক সং’স্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে। ফলে সব মিলিয়ে এই দু মাসে কেউ ওয়াকরা বিচে যেতে পারবে না। কাতারে বিশ্বকাপের আগে বিভিন্ন এলাকায় যে সং’স্কার কাজ করা হচ্ছে, এটি সেই ধারাবাহিকতার একটি অংশ।