আজ ১ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার কাতারে আন্তর্জাতিক বাজারের হিসেবে সোনার দাম কত- তা বিস্তারিত জানাতে এই আয়োজন। এখানে কাতারের ইন্টারন্যাশনাল দাম ও লোকাল দাম আলাদা ভাবে উল্লেখ করা হলো।
চলতি সপ্তাহে আজ সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে সোনা। মনে রাখবেন, লোকাল মার্কেট বলতে সুক নাজাদা, গোল্ড সুক বুঝানো হয়ে থাকে। সেখানে সোনার দাম তুলনামূলক কম হয়ে থাকে।
কাতারে আজকের বাজারে স্বর্ণের দাম জেনে নিন বিস্তারিত: ২৪ ক্যারেট প্রতি এক গ্রামের দাম ২১০.৫০ রিয়াল, ২২ ক্যারেট এক গ্রামের দাম ১৯৯ রিয়াল, ২১ ক্যারেট প্রতি এক গ্রামের দাম ১৮৬.৫০ রিয়াল, ১৮ ক্যারেট প্রতি এক গ্রামের দাম ১৬২.৫০ রিয়াল।
কাতারে লোকাল স্বর্ণ মার্কেটে আজকের রেট দেখুন: ২৪ ক্যারেট প্রতি এক গ্রামের দাম ২০০.৮৭ রিয়াল, ২২ ক্যারেট প্রতিএক গ্রামের দাম ১৮৪.৪০ রিয়াল, ২১ ক্যারেট প্রতি এক গ্রামের দাম ১৭৫৫.৭৬ রিয়াল, ১৮ ক্যারেট প্রতি এক গ্রামের দাম ১৫০.৬৫ রিয়াল, প্রতি এক ভরি সোনার দাম ২ হাজার ৩৪০ রিয়াল।