সংযুক্ত আরব আমিরাত প্রবেশে আর লাগছে না আল হোসন অ্যাপের গ্রিন পাশ। নতুন এই নিয়ম সোমবার ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। আবুধাবি ইমার্জেন্সি, ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার কমিটি গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানায়, সরকার সীমান্তে EDE ফেসিয়াল স্ক্যানার টেস্ট ব্যবহারও সরিয়ে নিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্ল্যেখ করা হয়, যেসব ভ্রমণকারীরা পূর্ণ ভ্যাকসিন গ্রহণ করেছে, ভ্রমণের পূর্বে তাদের পিসিআর টেস্ট লাগবে না। কিন্তু যারা পূর্ণ ভ্যাকসিন গ্রহণ করেনি তাদের ফ্লাইটের আগের ৪৮ ঘণ্টার মধ্যে অবশ্যই পিসিআর টেস্ট করে নেগেটিভ সনদ সংগ্রহ করতে হবে। করোনা মহামারি বেড়ে যাওয়ায় আল হোসন অ্যাপের গ্রিন পাস ও বোর্ডারে EDE ফেসিয়াল স্ক্যানার টেস্ট ব্যবহারের নির্দেশ দিয়েছিল দেশটির সরকার।
গত বছরের ১৫ ডিসেম্বর চালু হওয়া এ নিয়ম এতদিন বাধ্যতামূলক ছিল। এদিকে আমিরাত প্রবেশে নতুন নিয়ম চালু হওয়ায় একে ইতিবাচক হিসেবে দেখছেন অভিবাসীরা। এতে অর্থনীতির চাকা সচল হবে বলে আশা করছেন তারা।