মিয়ানমারের বাংলাদেশ সী’মান্ত সংলগ্ন রাখাইন প্রদেশের মংডু শহরে সেখানকার বিচ্ছি’ন্নতাবা’দী গোষ্ঠী আরা’কান আ’র্মির (এএ) হাম’লায় দেশটির সীমান্তরক্ষী পুলিশের অন্তত ১৯ সদস্য নিহ’ত হয়েছেন। মংডু পুলিশের একটি তল্লা’শি চৌকি আ’রাকান আ’র্মি দখলে নিয়েছে।
পুলিশ সদস্য হ’ত্যাকা’ণ্ডের পর মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইনে ফের বি’মান হাম’লা শুরু করেছে। খবর: থাইল্যান্ড-ভিত্তিক মিয়ানমারের দৈনিক দ্য ইরাবতি। সংবাদমাধ্যমটি বলছে, বুধবার বাংলাদেশ সীমা’ন্ত সংলগ্ন মংডু শহরের একটি তল্লা’শি চৌকি দখলে নিয়ে ১৯ পুলিশ কর্মকর্তাকে হ’ত্যা করেছে আ’রাকান আর্মি।
এ সময় আরাকান আর্মির সদস্যরা ওই ত’ল্লাশি চৌকি থেকে আ’গ্নেয়া’স্ত্র, গো’লাবারু’দ অ’স্ত্র লু’ট করে। মংডুর এক বাসি’ন্দা ইরাবতিকে জানিয়েছে, বৃহস্পতিবার বিকালে মিয়ানমারের সামরিক বাহিনী যু’দ্ধবি’মান ও হেলিকপ্টার ব্যবহার করে অন্তত তিনবার হাম’লা চালিয়েছে।
সকালের দিকে দুটি বিমান এবং একটি হে’লিকপ্টার থেকে হামলা চালিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী। বিকালের দিকে আরও দুটি যু’দ্ধবিমান এবং দুটি হেলিকপ্টার থেকে হাম’লা চালানো হয়েছে।