মাত্র এক মাস আগেই বিয়ে করেছিলেন। নববধূকে নিয়ে নতুন সংসার সাজাবেন, ফুটফুটে সন্তান এসে আ’লোকিত করবে সেই সংসার। এমন কতই না স্ব’প্ন ছিলো নওফেল নামে এই ওমান প্রবাসীর।
অথচ ভাগ্যের নির্ম’মতায় সবকিছুই থমকে যায়! মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই প্রবাসী। গত ৫ সেপ্টেম্বর হৃ’দরো’গে আ’ক্রা’ন্ত হয়ে ওমানেই মা’রা যান তিনি (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
ওমান থেকে প্রবাসীরা জানিয়েছেন, সোমবার অর্থাৎ ৫ সেপ্টেম্বর ওমানের স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে নিজ ব্যব’সা প্রতিষ্ঠানে তিনি মা’রা যান।
নওফেল চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পূর্ব গড়দুয়ারা মিন্নাত আলী সারাং বাড়ির মোহাম্মদ ফজলুল হকের ছেলে। তিনি ৩ ভাই-বোনের মধ্যে সবার বড়। নিহ’তের ভাই নওশাদ জানান, এক মাস আগে তিনি বিয়ে করেছিলেন।
তার মৃ’ত্যুর খবর দেশে আসলে এলাকায় শো’কের ছা’য়া নেমে আসে। আইনি প্রক্রিয়া শেষে দ্রুত তার ম’রদেহ দেশে আনতে দূতাবাসের সহযোগিতা চেয়েছে পরিবার।