কাতারে বিশ্বকাপ উপল’ক্ষে চালু করা হচ্ছে পুরনো বিমানবন্দর। যেটি দোহা এয়ারপোর্ট নামে পরিচিত। হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উপর চা’প কমাতে এই পদক্ষে’প নেওয়া হচ্ছে।
ইতোমধ্যে কাতারে ফ্লাইট পরিচালনাকারী বিভিন্ন এয়ারলাইন্সকে দোহা এয়ারপোর্টে স্থা’নান্তর করা হচ্ছে। এক বিজ্ঞ’প্তিতে জাজিরা এয়ারওয়েজ জানায়, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে কাতারের দোহা থেকে ছেড়ে যাওয়া জাজিরা এয়ারওয়েজের সব ফ্লাইট দোহা এয়ারপোর্ট থেকে ছে’ড়ে যাবে।
ফলে এদিন থেকে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত হামাদ এয়ারপোর্ট থেকে জাজিরা এয়ারওয়েজের কোনো ফ্লাইট চলাচল করবে না। জাজিরা এয়ারওয়েজ কুয়েত থেকে পরিচালিত একটি বেসরকারি এয়ারলাইন্স।
এটি দোহা থেকে কুয়েত হয়ে ঢাকা ও চট্টগ্রাম চলা’চল করে থাকে। তুলনামূলক কম দামে টিকেট পাওয়া যাওয়ায় কাতার থেকে অনেক প্রবাসী নিয়মিত জাজিরা এয়ারওয়েজ ব্যবহার করে থাকেন।
এর আগে তুর’স্কের পেগাসাস এয়ারলাইন্সকেও দোহা এয়ারপোর্ট থেকে ফ্লাইট পরিচালনা করতে বলা হয়। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপ উপল’ক্ষে আরও অনেক এয়ারলাইনসকে হামাদ বিমানবন্দরের পরিবর্তে দোহা বিমানবন্দরে স্থানান্তর করা হবে।