এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের আসিফ আলী ও আফগানিস্তানের ফরিদ আহমেদ আইসিসির আচর’ণবিধি ভ’ঙ্গ করায় তাদের শা’স্তি দিয়েছে আইসিসি। তারা আই’সিসির আচ’রণবিধির প্রথম ধা’রা ভে’ঙেছেন।
সেজন্য দুই ক্রিকেটারকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরি’মানা করা হয়েছে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের আনিত অভি’যোগ স্বীকার করে নেওয়ায় তাদের বি’রু’দ্ধে শুনানির প্রয়োজন পড়েনি।
আফগানিস্তানের বিপ’ক্ষে ফাইনাল নিশ্চিত করার ম্যাচে শেষ ওভারে ১ উইকে’টে জি’তেছে পাকিস্তান। ওই জয়ে ভারত ও আফগানিস্তান আসর থেকে বি’দায় নেয়। ম্যাচে ১৯ ওভারের পঞ্চম বলে শেষ স্বীকৃত ব্যাটার আসিফকে আউ’ট করে আগ্রা’সী শারী’রিক ভাষা প্রদর্শন করেন আফগান পেসার ফরিদ।
তে’ড়ে এসে ধা’ক্কা দেন আসিফ এবং ব্যাট তুলে তাকে মা’রতে উ’দ্যত হন। ওই ঘটনায় আইসিসি জানিয়েছে, আসিফ আচরণবি’ধির ২.৬ ধা’রা ভ’ঙ্গ করেছেন। সেখানে আন্তর্জাতিক ম্যাচে আপ’ত্তিকর শারীরিক ভাষা প্রদর্শন ও অপমা’নজনক আচরণের কথা বলা হয়েছে।
ফরিদ ২.১.১২ ধারা ভ’ঙ্গ করেছেন। সেখানে ক্রিকেটার, স্টাফ, আম্পায়ার বা ম্যাচ রেফারির প্রতি অ’সঙ্গত শারী’রিক ভাষা প্রদ’র্শনের কথা বলা হয়েছে।