কাতারের দোহায় দ্য শেখ জাসিম হলি কোরআন কম্পিটিশন আগামীকাল শনিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এ প্রতিযোগিতায় বিজয়ীরা পাবেন ১০ লাখের (আনুমানিক দুই কোটি ৫৮ লাখ ৬৮ হাজার টাকা) বেশি কাতারি রিয়াল।
এতে নারী-পুরুষসহ মোট দুই হাজার ১৩২ প্রতিযোগী অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা। শিশু ক্যা’টাগরিতে এক হাজার ৫১৩ প্রতিযোগী এবং প্রবাসীদের মধ্য থেকে নারী-পুরুষসহ মোট এক হাজার ৮ প্রতিযোগী নিব’ন্ধন করেছে।
কাতারভি’ত্তিক সংবাদমাধ্যম দ্য পেনিনসুলা সূত্রে জানা যায়, প্রতি তিন বছর পর পর এ প্রতিযোগিতা অনু’ষ্ঠিত হয়। প্রতি ক্যাটাগরির প্রথম পাঁচজনকে পু’রস্কার দেওয়া হবে।
পবিত্র কোরআনের পাঁচ, ১০, ১৫, ২০, ২৫ পারা মুখ’স্ত করা কাতারের নাগরিকরা প্রতিযোগিতার একটি ক্যা’টাগ’রিতে অংশ নিতে পারবেন।
তাছাড়া ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক, কারি ও সাবেক বিজয়ী প্রতিযোগীদের চেয়েও উত্তমভাবে তি’লাওয়াত করতে পারেন এমন বাসি’ন্দারাও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। কাতারি নাগরিকদের শিশুর বয়স সর্বোচ্চ ১২ বছর এবং দেশটির বাসি’ন্দাদের শিশুর বয়স সর্বোচ্চ ৮ বছর হতে পারবে। সূত্র : দ্য পেনিনসুলা