অবশেষে চলমান এশিয়া কাপের প’ঞ্চাদশ আসরের পর্দা নামবে আজ। স্বাগতিক শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যে কার মা’থায় বসতে যাচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকু’ট, সেটি জানা যাবে আজ রাতেই। আজ রবিবার ১১ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
ইতিমধ্যে টস জিতে আগে বোলিংয়ের সি’দ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এদিকে শিরোপার ল’ড়াইয়ে নামার আগে সুপার ফোরে শ্রীলঙ্কার কাছে হেরে ব্যাকফু’টে পাকিস্তান। গত শুক্রবারের ৯ সেপ্টেম্বর ম্যাচে লঙ্কান বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটসম্যানরা।
নিয়মরক্ষার ওই ম্যাচে শ্রী’লঙ্কার বিপ’ক্ষে মাত্র ১২১ রানের অলআউট হয়ে যায় বাবর আজমের দল। ফাইনালের আগে ব্যাটারদের রান না পাওয়া দুশ্চিন্তায় ফেলেছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে।
এর আগের ম্যাচেও আফগানিস্তানের বিপ’ক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে হা’রতে বসেছিল পাকিস্তান। শেষ ওভারে ত’রুণ পেসার নাসিম শাহের দুই ছ’ক্কায় র’ক্ষা পায় তারা। নিশ্চিত করে ফাইনাল।
পাকিস্তান সম্ভাব্য একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ এবং মোহাম্মদ হাসনাইন।
শ্রীলঙ্কা সম্ভাব্য একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয় ডি সিলভা, দানুসকা গুনাথিলাকা, ভানুকা রাপাকসে, দাসুন সাকা (অধিনায়ক), ওয়ানিদু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, প্রমোদ মাদুশান ও দিলশান মধুশঙ্কা।