১২ সেপ্টেম্বর সোমবার কাতারে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত এসব বিজ্ঞ’প্তির মধ্যে যে পদে আপনি কাজ করতে আগ্রহী, ওই পদের কোম্পানির ইমে’ইলে আপনার সিভি পাঠাবেন বা সরাসরি মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন।
মনে রাখবেন, ভালো কোম্পানিতে চাকরি পেতে হলে নিজের একটি সুন্দর ও আপডেট করা সি’ভি থাকতে হয়। তাই দেরি না করে আজই একটি সিভি বানিয়ে নিন এবং কিভাবে বিভিন্ন কোম্পা’নির ইমেইলে সিভি পাঠাতে হয়, তা শিখে নিন। এই চাকরির খবরগুলো আপনিও শেয়ার করতে পারেন, যাতে অন্য প্রবাসীরা নিজেদের পছন্দ মতো কাজ খুঁ’জে পেতে পারেন।
চাকরির প্রথম খবর: কাতারে নামকরা একটি স্টিল ফেব্রিকেশন কোম্পানিতে বেশকিছু পদে লোক নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত আবেদন করুন। বেতন আলোচনার মাধ্যমে দেওয়া হবে।
চাকরির পদের নাম: ১) ওয়েল্ডার, ২) ড্রাইভার, ৩) সেলস ইঞ্জিনিয়ার, ৪) সিভিল সাইট ইঞ্জিনিয়ার, ৫) প্রোডাকশন সুপারভাইজার, ৬) মেনডব, ৭) একাউন্টেন্ট, ৮) স্টিল ফেব্রিকেশন ফোরম্যান, ৯) অ্যালমোনিয়াম ফেব্রিকেশন ফোরম্যান, ১০) অ্যালমোনিয়াম ফেব্রিকেটর, ১১) স্টিল ফেব্রিকেটর। আগ্রহীরা সিভি পাঠান এই ইমেইলে: hr.stcs2@gmail.com ।
চাকরির দ্বিতীয় খবর: কাতারের একটি কোম্পানিতে বিভিন্ন পদে লোক নিয়োগ চলছে। চাকরির বিজ্ঞপ্তিতে পদের পাশাপাশি বেতনের পরিমান উল্লেখ করা আছে। আগ্রহীরা দ্রুত আবেদন করুন।
চাকরির পদের নাম: ১) লেবার, ২) স্টোর হেল্পার, ৩) প্রোকিউরমেন্ট, ৪) মেকানিক। আগ্রহীরা যোগাযোগ ও সিভি পাঠাতে পারেন এই ইমেইলে: qatar@anabeeb.com অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন এই নম্বরে: 55574781
চাকরির তৃতীয় খবর: কাতারে একটি পানি সাপ্লাই কোম্পানিতে নিম্নে উল্লেখিত পদে লোক নেওয়া হবে। আগ্রহীরা দ্রুত আবেদন করুন। চাকরির পদের নাম: ১) ডেলিভারি অথবা রাউট সুপারভাইজার।
উল্লেখিত পদে চাকরি পেতে হলে যা যা থাকা আবশ্যক: বৈধ কাতারি আইডি, হালকা গাড়ির ড্রাইভার। আগ্রহীরা সরাসরি যোগাযোগ করতে পারেন এই নম্বরে: 70689579