এবার অভিনেত্রী নিপুণকে চলচ্চিত্রের শুটিংয়ের জন্য যেতে হয়েছিল রাজবাড়ি জেলার দৌলতদিয়া যৌ’নপ’ল্লীতে। চলচ্চিত্রে নিপুণের চরিত্র একজন যৌ’ন ক’র্মী। শু’টিং শুরুর আগ মুহূর্তে নিপুণ যৌ’নক’র্মীর সা’জ নিলেন।
এরপর সেখানে, কয়েকজন প্র’কৃত যৌ’নকর্মী’র স’ঙ্গে দাঁ’ড়িয়েছিলেন। এ সময় নিপুণকে সত্যি সত্যি যৌ’নক’র্মী ভেবে স্থানীয় কিছু খ’দ্দের নিপুণের দিকে এগিয়ে আসে। এদিকে এমন অনেক ছোট ছোট গল্প রয়েছে বী’রত্ব চলচ্চিত্রের নেপ’থ্যে।
গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর বিএফডিসির জহির রায়হান প্রোজেকশন মিলনায়তনে ছবিটির মু’ক্তি উপল’ক্ষে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সেখানে এমনকিছু নেপ’থ্যের গল্প তুলে ধরেন অভিনেতা মামুনুন ইমন।
এ সময় বেশ মজার ছলে গ’ল্পটি বলতে গিয়ে ইমন বলছিলেন, ‘নিপুণ যৌ’নক’র্মীর সাজ নিয়েছিলেন। সঙ্গে ছিলেন আরেক অভিনেত্রী জেসমিন। নিপুণকে খুবই সু’ন্দর লাগছিল। শু’টিংয়ের জন্য নিপুণ সেখানের কয়েকজন প্রকৃত যৌ’নক’র্মীর সঙ্গে দাঁড়ান।
যেভাবে ওখানে মেয়েরা দাঁড়িয়ে থাকেন।’ ইমন বলেন, ‘নিপুণকে দেখে কয়েকজন খ’দ্দের সত্যিই এগিয়ে আসেন। তারা নিপুণকে চায়। এদিন মাইক্রোফোনের সামনে বলতে বলতেই হাস’ছিলেন ইমন। মঞ্চে নিপুণ নিজেও হাসছিলেন। হাসছিলেন ইন্তেখাব দিনার, নাসিম, সোহানুর রহমান সোহান, কচি খন্দকার, মনিরা মিঠু।
ইমন আরেকটি গ’ল্প শুরু করেন। বলছিলেন, শু’টিংয়ে অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়াকে ই’ঞ্জেকশ’ন দেওয়ার অভিনয় রয়েছে। সেখানে না’র্স অভিনয় করতে গিয়ে সালওয়াকে সত্যিকার ই’ঞ্জেকশ’ন দিয়ে ফেলেন। এরপর অনেকক্ষণ শু’টিং বন্ধ থাকে।
এদিকে মামুনুন ইমন এমন অনেকগুলো গল্প শোনালেন, শুধু গল্পই নয় সি সিনেমার গল্পের ওপরও তাঁর আ’ত্মবি’শ্বাসের কথা শোনালেন। বীরত্ব চলচ্চিত্র যারা দেখবে তারা মু’গ্ধ হবেন বলে তাঁর বিশ্বাস। ইমন ফেসবুকেও পোস্ট দিয়ে লিখেছেন, লুৎফা যৌ’নপ’ল্লীর সবচেয়ে সুন্দরী মেয়ে সবাই তাকে কাছে পেতে চায়।
আগামী ১৬ সেপ্টেম্বর বীরত্ব ছবি মু’ক্তি পা’চ্ছে আপনার পাশের প্রেক্ষাগৃহে। আগামী শুক্রবার ৩৩ হলে মু’ক্তি পেতে যাচ্ছে ‘বীরত্ব’। তরুণ নির্মাতা সাইদুল ইসলাম রানা পরিচালিত প্রথম সিনেমা এটি।