কাতারে ক্যারিফোরে চলছে বিশেষ কিছু ব্র্যান্ডের মোবাইলে স্পেশাল অফার। এই অফারে স্বাভাবিক দামের চেয়ে অনেক কম দামে পাওয়া যাবে কিছু মডেলের নির্দিষ্ট মোবাইল।
এর মধ্যে স্যামসাং গ্যালাক্সি এস-২২ আলট্রা (২৫৬ জিবি) মোবাইলে পাওয়া যাচ্ছে ১,০৫০ রিয়াল ছাড়। তবে এই অফার আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে।
ক্যারিফোরের অনলাইন ওয়েবসাইটে এবং যে কোনো শাখায় গিয়ে কিনতে পারবেন এই অফারের মোবাইল ফোনগুলো। আপনি যদি অনলাইনে কিনতে চান, তবে এখানে ক্লিক করুন।
এই অফারে বিশেষ করে স্যামসাং S-22 Ultra মডেলের মোবাইলে পাওয়া যাবে ৪০৯৯ রিয়ালে। অফারে কোন মোবাইল কত দামে পাওয়া যাচ্ছে তা নিচে দেখে নিন বিস্তারিত।
আইফোন ১৩ প্রো ম্যাক্স পাওয়া যাবে ৪ হাজার ১৯৯ কাতারি রিয়ালে। তাছাড়া আইফোন ১৩ প্রো (২৫৬ জিবি ভ্যারিয়েন্টে) পাওয়া যাবে ৩৬৯৯ কাতারি রিয়ালে। আইফোন ছাড়াও এই অফারে কম দামে পাওয়া যাচ্ছে শাওমির ডিভাইস।
শাওমি রেডমি নোট ১১ প্রো পাওয়া যাচ্ছে ৯৮৯ রিয়ালে। যার পূর্বের দাম ছিল ১ হাজার ৯৯ রিয়াল। এছাড়া অপো এ৯৬ ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মোবাইলটি পাওয়া যাবে ১০৩৯ রিয়ালে, যার আগের দাম ছিল ১১৪৯ রিয়াল।